• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে ইলিশের জাল ধ্বংস

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১  

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরের পদ্মায় অভিযান চালিয়ে ১৩ হাজার ২শত মিটার মাছ ধরার জাল জব্দ করেছে প্রশাসন। সোমবার দুপুর ১২ টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, শিবচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সমন্বিত দায়িত্ব প্রাপ্ত জয়পুরহাট সদর উপজেলার মৎস্য সংরক্ষণ কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ সায়েদ শাহরিয়ারের নেতৃত্বে কাঁঠালবাড়ি ঘাট নৌ ফাঁড়ির পুলিশ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের একটি দল অভিযান পরিচালনা করে ১৩ হাজার ২শত মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, ‘মঙ্গলবার ভোর ৬ টা পর্যন্ত পদ্মানদীর বন্দরখোলা ইউনিয়নের কাজিরসুরাসহ একাধিক স্থানে অভিযান চালানো হয়। এসময় নদীতে কোন জেলেদের পাওয়া না গেলেও বিপুল পরিমান জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। নিয়মিত এ অভিযান চলবে।'