• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে উন্মুক্ত জলাশয়ে দেড় লাখ টাকার পোনামাছ অবমুক্তকরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ

"বেশি বেশি মাছচাষ করি,বেকারত্ব দূর করি" এই শ্লোগানকে সামনে রেখে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় কালকিনিতে উন্মুক্ত জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বুধবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যােগে আয়োজিত এই কর্মসূচিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপি। পরে উপজেলার পশ্চিম শিকারমঙ্গল ও রমজানপুর এলাকার উন্মুক্ত জলাশয়ে প্রায় দেড় লাখ টাকার বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।

স্থানীয় জনগণের মাছের চাহিদা পূরনের লক্ষ্যে ড.আবদুস সোবহান গোলাপ এমপির প্রচেষ্ঠায় কর্মসূচিতে উপজেলা তাঁতীলীগের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোবিন্দ মন্ডল, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহীন কবির, সহকারী মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দত্ত,উপজেলা তাঁতী লীগের সাধারন সম্পাদক রেজাউল ফরাজী, পৌর তাঁতীলীগের সভাপতি জামাল হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ রানা,ক্ষেত্র সহকারী রকিবুজ্জামান সহ লিফ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

দুই দিনব্যাপি উক্ত কর্মসূচিতে উপজেলার পশ্চিম শিকারমঙ্গল ও রমজানপুরের উন্মুক্ত জলাশয়ে শতকরা ৩০ ভাগ কাতলা, ৩০ ভাগ মৃগেল ও ৪০ ভাগ রুই মাছের পোনা অবমুক্ত করা হবে।