• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১  

শিবচর প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ পালিত হয়েছে।

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ স্লোগানকে সামনে রেখে রবিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা  পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘ যুবকদের চাকরির খোঁজ না করে মৎস্য চাষসহ কৃষি ও অন্যান্য ক্ষেত্রে নিয়োজিত হলে নিজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়ন হবে। মৎস্য চাষের দিকে এগিয়ে আসতে হবে। এতে করে বেকারত্ব দূর করা সম্ভব।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. রাকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম প্রমূখ।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবিমুক্ত করা হয়।