• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মাদারীপুরের রাজৈর উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক।

শনিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় ২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেন।

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে, উপজেলায় মাইকিং এবং ব্যানার ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা, সাংবাদিকগণের সাথে মতবিনিময়, উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্তকরন, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন, উপজেলার মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক মতবিনিময়, মৎস্যচাষিদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান এবং পুকুরের মাটি ও পানি পরিক্ষা, মৎস্যচাষি-সুফলভোগীদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরন বিতরন, ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ই.এইচ ইমন, কালের কন্ঠর উপজেলা প্রতিনিধি বিনয় জোয়ারদার, যুগান্তর-এর টেকেরহাট বন্দর প্রতিনিধি রুহুল আমিন মুকুল, একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি মোনাসিফ ফরাজী সজীব, আজকের বিসনেস বাংলাদেশের প্রতিনিধি টুটুল বিশ্বাস, “বার্তা বাজার” অনলাইন পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি ও আমাদের নতুন সময় পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি আকাশ আহম্মেদ সোহেল প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক বলেন, সপ্তাহব্যাপি ঘোষনাকৃত কর্মসূচি গুলো উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ সহযোগিতায় পালন করা হবে।