• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকান্ডের কলাকৌশলীরা অনেকেই অন্তরালে’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ

সাবেক নৌ পরিবহন মন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বলেছেন, আন্তর্জাতিক এবং জাতীয় ষড়যন্ত্রকারী চক্রান্তকারী স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যাকান্ড সংঘটিত করেছিল। কিন্তু এই হত্যাকান্ডে যারা কলাকৌশলী ছিল, এর পিছনে যারা মদদ দিয়েছেন, তারা অনেকেই এখনও অন্তরালে রয়ে গেছেন। তবে হত্যাকারীদের মধ্যে যাদের রায় এখনো কার্যকর হয়নি, তাদের বিদেশ থেকে এনে রায় কার্যকর করার জন্য সারাবাংলার মানুষ দাবি উত্থাপন করেছেন।

মাদারীপুরের রাজৈর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার এর শুভ উদ্বোধন ও ১৫ আগষ্ট উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রবিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শাজাহান খান আরও বলেন, এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের অনেকেরই বিচার হয়েছে, ফাঁসি হয়েছে। তবে মরে গিয়ে বেঁচে গেছেন খন্দকার মোশতাক আর জিয়াাউর রহমান। তা না হলে তাদের বিচারও এই বাংলাদেশেই হতো।

এসময় রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান, শাহজাহান খান এমপির রাজৈর স্থানীয় সাংসদ প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহাবুদ্দিন সাহা, রাজৈর পৌর আ.লীগের আহ্বায়ক মতিউর রহমান ও পৌরসভার ৭জন ওয়ার্ড কাউন্সিলরসহ আ.লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমুখ।

বঙ্গবন্ধু কর্ণারটি বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতি বিজড়িত ছবি দিয়ে সাজানো হয়েছে। এতে বঙ্গবন্ধুর লেখাসহ বিভিন্ন লেখকদের মুক্তিযুদ্ধ বিষয়ক বই রয়েছেন।