• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

যথাযোগ্য মর্যাদায় শিবচরে জাতীয় শোক দিবস পালিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২১  

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে যথাযথ মর্যাদার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টায় শিবচর উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা। পরবর্তীতে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আসাদুজ্জামান, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আতাউর রহমান আতাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শাহজাহান মোল্লাসহ অন্যরা। 

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, শিবচর বনিক সমিতি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণির পেশা মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে সকাল পৌনে দশটায় উপজেলার নূর-ই-আলম চৌধুরী অডিটোরিয়ামে যুবঋণ বিতরন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা।

সকাল সাড়ে দশটার দিকে অনলাইন প্লাটফর্ম ও ফেসবুক লাইভের মাধ্যমে রচনা প্রতিযোগিতা,চিত্রাংকন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর জীবনভিত্তিক বক্তৃতা, কবিতা আবৃত্তি এবং ৭ ই মার্চের ভাষন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুপুরে উপজেলার মসজিদে সামাজিক দূরত্ব মেনে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।