• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১  

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে করোনাকালে ক্ষতিগ্রস্ত সহস্রাধিক হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী দেয়া হয়েছে। 

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উপজেলার চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে সহস্রাধিক হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।

পৌর মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি বলেন,‘করোনা পরিস্থিতিতে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রীর করোনা ভাইরাসের টিকা বিনামূল্যে প্রদান পৃথিবীতে একটি বিরল ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের জন্য বিনামূল্যে করোনার টিকার ব্যবস্থা করেছেন।’

এসময় তিনি আরো বলেন,‘ মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগের কারণে করোনা পরিস্থিতিতে পৃথিবীর অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। তিনি আমাদের ব্যবসায়ীদের সহায়তা করেছেন, মানুষকে আর্থিক সাহায্য করছেন, খাদ্য সহায়তা দিচ্ছেন, সুরক্ষা ব্যবস্থা দিচ্ছেন, টিকা কর্মসূচী হাতে নিয়েছেন।’

চিফ হুইপ বলেন,‘ আপনাদের যে করোনার টেস্ট বিনা পয়সায় প্রধানমন্ত্রী করার ব্যবস্থা করে দিয়েছেন। সেই টেস্ট করাতে বিভিন্ন দেশে ৩/৪ হাজার টাকা লাগে। আমাদের প্রধানমন্ত্রী করোনার ভ্যাকসিনও জনগনের জন্য ফ্রী দেয়ার ব্যবস্থা করেছেন।’

অনুষ্ঠানে উপজেলার প্রতিবন্ধী, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত সহস্রাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্যা, ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডা. মো. সেলিমসহ অন্যরা।