• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

শিবচরে ১৩ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১  

শিবচর  প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে  নব নির্বাচিত ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্যদের  শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার(২৭ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার নূর ই আলম চৌধুরী অডিটোরিয়াম ক্যাম মাল্টিপারপাস হল রুমে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব ও নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি।

প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ বলেন,' নব নির্বাচিত সদস্যগন, আপনারা এমনি একটা সময়ে নির্বাচিত হয়েছেন তখন করোনার মতো ভয়াবহ একটা যুদ্ধ আপনাদের মোকাবিলা করতে হবে। আপনারা শুরুতেই যে দায়িত্ব পেয়েছেন তা যদি ঠিকভাবে পালন করেন, মানবতার সেবা, মানুষের জীবন বাঁচানোর মতো কাজে নিজেদের নিয়োজিত করেন তবেই মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে পারবেন।'

তিনি আরও বলেন,'সকল পরিষদই একই রকম। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সংসদ। সব জায়গার কাঠামো একই ধরনের। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু দেশ পরিচালনার জন্য সাংবিধানিক ভাবে দেশ কাঠামো তৈরি করেছেন সেই পবিত্র সংবিধানের আলোকেই দেশ পরিচালিত হচ্ছে।'

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী ও শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা আওয়ামিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, শিবচর উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ডা.মো সেলিম,শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, শিবচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার,উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ ১৯ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানগণ।

অনুষ্ঠানে শিবচর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ১১৭ জন সাধারন সদস্য ও ৩৯ জন সংরক্ষিত সদস্য  উপস্থিত হয়ে শপথ গ্রহন করেন

উল্লেখ্য, গত ২১ জুন, মাদারীপুরের শিবচর উপজেলায় দলীয় প্রতীক ছাড়া ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।