• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে ১৬৮ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ জুন ২০২১  

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় কর্মরত গ্রাম পুলিশদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরায়ামে অনুষ্ঠানের মধ্য দিয়ে বাইসাইকেল বিতরণ করা হয়। শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। 

জানা গেছে, শিবচর উপজেলার ১৯ টি ইউনিয়ন পরিষদে কর্মরত ১৬৮ জন গ্রাম পুলিশ সদস্যদের মাাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার) সদস্যদের মাঝে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সাইকেল বিতরণ করেন।

প্রধান অতিথি ড. রহিমা খাতুন বলেন,'গ্রাম পুলিশদের কাজের গতি বৃদ্ধিতে বিনামূল্যে এই বাইসাইকেল দেয়া হয়েছে। এর আগে নিয়মিত যোগাযোগ রক্ষা করার জন্য মোবাইল সিম দেয়া হয়েছে। শীঘ্রই গ্রাম পুলিশদের বিনামূল্যে স্মার্টফোনও দেয়া হবে।'

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, সহকারী কমিশনার(ভূমি) এম রকিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুনসহ অন্যরা।