• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীর জয়

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ এপ্রিল ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়রপ্রার্থী এস এম হানিফ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান সবুজ পেয়েছেন ৬ হাজার ৬৯৭ ভোট। নির্বাচনে তৃতীয় হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠু। তিনি পেয়েছেন ৫ হাজার ২৫৫ ভোট। বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

জেলা নির্বাচন কার্যালয়ের সূত্র মতে, কালকিনি পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৮টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৩৩ হাজার ৪ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৯৫৮ জন ও নারী ভোটারের সংখ্যা ১৬ হাজার ৪৪২ জন। মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। চতুর্থ ধাপে মাদারীপুর জেলার কালকিনি পৌরসভা নির্বাচন গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচনের পরিবেশ অনুকুলে না থাকায় গত ১২ ফেব্রুয়ারি স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ৩১ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘কালকিনি পৌরসভার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। এখানে ভোটাররা অবাধ ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে। বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন শেষ হয়েছে।’