• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনি পৌরসভার নির্বাচনে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি পৌরসভার নির্বাচন শুরু হয়েছে। বুধবার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ব্যাপক পদক্ষেপের কথা জানায় প্রশাসন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, কালকিনি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতিকে নির্বাচন করছেন এসএম হানিফ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতিকে মশিউর রহমান সবুজ ও চামচ প্রতিক নিয়ে সোহেল রানা মিঠু নির্বাচন করছেন। এছাড়া ইসামলী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত হাতপাখা পার্কার প্রার্থী লুৎফর রহমান তিনিও মাঠে রয়েছেন। এদিকে বিএনপি থেকে ধানের শীষ প্রতিকের মনোনয়ন নিয়ে মো. কামাল হোসেন নির্বাচনে অংশগ্রহণ করলেও দলীয় সিন্ধান্তে নির্বাচন থেকে সরে গেছেন।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও কালকিনি পৌরসভার রির্টানিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, কালকিনি পৌরসভার মোট ভোটার ৩৩ হাজার ৪শ’। এর মধ্যে নারী ভোটার ১৬ হাজার ৭শ’ ও পুরুষ ভোটার ১৭ হাজার ৩শ’ জন। এই পৌরসভার নির্বাচন হবে পুরোটাই ইভিএমের মাধ্যমে। এর লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া শান্তিপূর্ন নির্বাচনের জন্য বিপুল পরিমান পুলিশ, র‌্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেটসহ একাধিক সংস্থা কাজ করে যাচ্ছে। এখানে মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করবেন।