• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালিকিতে নির্বাচন সুষ্ঠু করতে প্রতিকেন্দ্রে ৪০ জন করে পুলিশ থাকবে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালিকিন পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিকেন্দ্র ৪০ জন করে পুলিশ মোতায়ন থাকবে বলে জানিয়েছে জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। মঙ্গলবার বিকেলে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের নিয়ে একটি সভা শেষে তিনি এসব কথা জানায়। এর আগে তিনি নির্বাচনের কাজে নিয়োজিত সকল পুলিশ ফোর্সদের সঙ্গে নিয়ে ব্রিফিং করেন।

এ সময় পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণার্থে সংশ্লিষ্ট সকল পুলিশ অফিসার ফোর্স ও সকল আনসার সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি যথাযথভাবে মেনে ভোট কেন্দ্র সমূহের নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্তে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। ভোট গ্রহণ শতভাগ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ডিউটিতে নিয়োজিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। বিফ্রিং শেষে পুলিশ সুপার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) চাইলাউ মারমাসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জানতে চাইলে জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে আমরা চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। প্রতিটি ভোট কেন্দ্রে একজন পরিদশকের নেতৃত্বে ৪০ জন পুলিশ মোতায়ন থাকবে। নির্বাচনের দিন কোন প্রকার সহিংসতা আমরা হতে দিবো না। এমনকি নির্বাচনী পরবর্তী কোন সহিংসতা যেন না হয় সেই প্রস্তুতিও আমরা নিয়েছি।’