• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈরে প্রতিবন্ধীদের নিয়ে কর্মকর্তাদের র‍্যালি ও আলোচনা সভা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈরে “ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বেলা ১২টায় প্রতিবন্ধীদের নিয়ে উপজেলা চত্ত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়্যারম্যান মোতালেব মিয়া, কৃষি কর্মকর্তা ফরহাদুল মিরাজ, সমাজসেবা কর্মকর্তা ফজলুল হক ছলাকার, এ্যাড. সম্ভুনাথ পান্ডে, এসআই আবুল কাওসার প্রমুখ।

এসময় শাখারপাড় প্রতিবন্ধী সেবা ও কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা ভ্যান চালক সেলিম শরীফ বলেন, 'আমার মেয়ে একজন প্রতিবন্ধী শিশু। আমি জানি এদের দুঃখ-কষ্টের কথা। সেই উদ্যোগে নিজ চেস্টায়, নিজ অর্থায়নে ও স্থানীয়দের সহায়তায় ২০০ জন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যাচ্ছি। এ অবস্থায় উপজেলার বিভিন্ন দফতরে সরকারি আর্থিক সাহায্যের দাবী জানান তিনি।

এ দাবীর প্রেক্ষিতে পরিদর্শন করে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন ইউএনও আনিসুজ্জামান।