• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনিতে বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার শতবর্ষী বীরমোহন উচ্চ বিদ্যালয়ের চারতলা নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বুধবার সকালে জুম এ্যাপের মাধ্যমে স্কুল প্রাঙ্গনে এ ভিত্তি প্রস্তর স্থাপনের কাজ উদ্বোধন করেন স্থানীয় এমপি ড. আবদুস সোবহান গোলাপ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাঈদ আহম্মেদ, কাজীবাকাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাসেম, সাধারন সম্পাদক ফিরোজ খন্দকার, প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন, সাবেক সভাপতি সমির চন্দ্র সরকার ও ডা.আব্দুল ওহাব প্রমুখ।

ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে এমপি ড. আবদুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে সমগ্র জণগণের। স্কুল, কলেজ, মাদ্রাসাসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে তিনি নতুন ভবন নির্মাণের পাশাপাশি শিক্ষার আলো ছড়িয়েছে। তার অবদান বলে বোঝানো যাবে না। বাংলার মানুষের মুখে মুখে এখন শেখ হাসিনার নাম।