• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কালকিনির ভুরঘাটা থেকে এক সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার কালকিনি থানাধীন ভুরঘাটা এলাকা হতে সাব্বির হোসাইন (২৭) নামের এক সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। সোমবার (১৯ অক্টেবর) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, অভিযুক্ত আসামি এক প্রবাসীর বাড়িতে তার ছেলেমেয়েকে গৃহ শিক্ষক হিসেবে শিক্ষা দিত। দীর্ঘদিন এভাবে প্রবাসীর বাড়িতে তার যাওয়া আসার ফলে উক্ত প্রবাসীর স্ত্রীর সাথে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের কিছু অন্তরঙ্গ এবং অশ্লীল ছবি মোবাইল ফোনে বিভিন্ন সময়ে আসামি ধারণ করে। পরবর্তীতে এই ছবি এবং ভিডিও দিয়ে আসামি ভিকটিমকে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করলে ভিকটিম প্রতিবাদ করে যার ফলে আসামি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের ঐ সমস্ত অশ্লীল এবং আপত্তিকর ছবি ছড়িয়ে দেয়।

অভিযোগ প্রাপ্তির পর র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিধানিক দল গত সোমবার গভীর রাতে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং আসামীর কাছ থেকে মোবাইল ফোন এবং সকল  ছবি ও ভিডিও উদ্ধার করে। এ সংক্রান্ত সকল তথ্য প্রমান সহ আসামিকে মাদারীপুরের কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে এবং র‌্যাব-৮ এর সহযোগিতায় ভিকটিম নিজে বাদী হয়ে কালকিনি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত সাব্বির হোসাইন পটুয়াখালি সদর উপজেলার পশ্চিম আওলিয়াপুর গ্রামের মাওলানা ইমদুল্লাহ এর ছেলে।