• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ ইলিশ সংরক্ষনের অংশ হিসেবে মাদারীপুরে ইলিশ আহরনে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বুধবার থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় ইলিশের প্রধান প্রজনন মৌসুম।

বুধবার বিকেলে জেলার সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের জেলেদের নিয়ে ইলিশের  উৎপাদন   বৃদ্ধির লক্ষ্যে  মতবিনিময় সভাসহ চাল   বিতরণের আয়োজন করে জেলা মৎস বিভাগ।

এসময় প্রধান অতিথি হিসেবে মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান ওবাইদুর রহমান খান  উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুদ্দিন গিয়াস। এ সময় স্থানীয় জেলেদের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।