• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

জেএমবির সক্রিয় সদস্য রিজন গ্রেফতার করেছে র‌্যাব-৮

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০  

ঢাকার মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্য রবিউল আওয়াল রিজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। রোববার সন্ধ্যায় র‌্যাব-৮’এর মাদারীপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতার রবিউল আওয়াল রিজন (২৭) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার পার্বতীপুর এলাকার আব্দুল মমিন মন্ডলের ছেলে।

র‌্যাব-৮ জানায়, গত ১৫ জুন মাদারীপুরের রাজৈরের ঘোষালকান্দি থেকে গ্রেফতার হয় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দাওয়াতি শাখার সদস্য খোকন মিয়া (২৭)। এ ঘটনায় র‌্যাব দাবী হয়ে রাজৈর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। পরে খোকনকে থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এই ঘটনার অধিকতর তদন্তে অভিযানে নামে র‌্যাব। এরই পেক্ষিতে রোববার রাজধানী ঢাকার মোহাম্মপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্য রবিউল আওয়াল রিজনকে গ্রেফতার করা হয়। পরে তাকে রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব-০৮’এর মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. ইফতেখারুজ্জামান জানান, গ্রেফতার রবিউল আওয়াল রিজন একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি জেএমবির দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেন। পাশাপাশি অনলাইনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এই সংগঠনের সাথে বাকিদের ধরতে অভিযান চলছে।