• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈরে মুজিববর্ষে খালের দুইপাড়ে বৃক্ষরোপণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে মুজিববর্ষ উপলক্ষে খালের দুইপাড়ে বৃক্ষরোপণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজৈর উপজেলার পাইকপাড়ায় খালের পাশে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বৃক্ষরোপন কর্মসূচীতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন, পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, সাম্প্রতি ৭ কোটি টাকা ব্যয়ে দিকনগর-কালামৃধা খালের ১৬ কিলোমিটার অংশ পুনঃখনন করা হয়। খালটির দুইপাশে রোপন করা হবে আড়াই হাজার গাছের চারা। এছাড়া মুজিববর্ষ উপলক্ষে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্ববধানে মাদারীপুর জেলার বিভিন্ন খালে ১০ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হবে।