• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

৪৮ প্রকৌশলী নেবে ওজোপাডিকো

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩১ মে ২০২২  

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ সংস্থায় দুই ক্যাটাগরির পদে ৪৮ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে।

১. পদের নাম: সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ২৭
বিভাগ ও পদসংখ্যা: ইলেকট্রিক্যাল (১৮), মেকানিক্যাল (৫), সিভিল (১) ও কম্পিউটার (৩) যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/মেকানিক্যাল/সিভিল/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে সিজিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৪ এবং ৪-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। অংশগ্রহণমূলক বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতাসহ (লিখিত ও মৌখিক) কম্পিউটার ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।
বেতন স্কেল: ৫১,০০০ টাকা


২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ২১
বিভাগ ও পদসংখ্যা: ইলেকট্রিক্যাল (১৪), মেকানিক্যাল (৪), সিভিল (১) ও কম্পিউটার (২)
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল/কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। শিক্ষাক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে উত্তীর্ণদের ক্ষেত্রে সিজিপিএ-৫-এর স্কেলে ন্যূনতম ৪ এবং ৪-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। অংশগ্রহণমূলক বলিষ্ঠ নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতাসহ (লিখিত ও মৌখিক) কম্পিউটার ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।
বেতন স্কেল: ৩৯,০০০ টাকা

বয়সসীমা
প্রার্থীর বয়স ৩০ জুন ২০২২ তারিখে সর্বোচ্চ ৩০ হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। ওজোপাডিকোতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আবেদন যেভাবে করতে হবে:

আগ্রহী প্রার্থীদের ওজোপাডিকোর ওয়েবসাইট অথবা এ লিংকে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। ফরমের নির্দিষ্ট স্থানে প্রার্থীর স্বাক্ষর ও ছবি স্ক্যান করে বসাতে হবে। অনলাইন আবেদন ফরম পূরণ করে সহকারী প্রকৌশলী পদের জন্য আবেদনপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি; এসএসসি, এইচএসসি ও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রির সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং উপসহকারী প্রকৌশলী পদের জন্য আবেদনপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি; এসএসসি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদনপত্র সরাসরি/ডাকযোগে পাঠাতে হবে। আবেদন পদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনুকূলে সহকারী প্রকৌশলী পদের জন্য ৮০০ টাকা এবং উপসহকারী প্রকৌশলী পদের জন্য ৭০০ টাকা (অফেরতযোগ্য) ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

উপমহাব্যবস্থাপক, এইচআর অ্যান্ড অ্যাডমিন, ওজোপাডিকো, বিদ্যুৎ ভবন, ৩৫-বয়রা মেইন রোড, খুলনা-৯০০০।

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২২।