• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

ফের ৪২তম বিসিএসের ভাইভা স্থগিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ জুন ২০২১  

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় আবারো ৪২তম বিসিএসের (বিশেষ) ভাইভা ২৭ জুন থেকে স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। স্থগিত ভাইভার সূচি পরে প্রকাশ করা হবে।

চলতি বছরের ৬ জুন থেকে ৪২তম বিসিএসের ভাইভা শুরু হয়। আগামী ১৩ জুলাই পর্যন্ত ভাইভা চলার কথা ছিল। কিন্তু করোনার কারণে ২৭ জুন থেকে ভাইভা স্থগিত করা হয়েছে।

এর আগে পিএসসি ৫ মে মৌখিক পরীক্ষা সূচি প্রকাশ করে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ৬ হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা হওয়ার কথা রয়েছে। ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের ভাইভা হবে।

তবে ১৮ মে বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বর্তমান করোনার পরিস্থিতি বিবেচনায় সরকারি বিধি-নিষেধের কারণে ৪২তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। অল্প সময়ের মধ্যে নতুন তারিখ জানানোর কথা জানিয়েছিল পিএসসি। পরে ৬ জুন শুরু থেকে আবার ভাইভা শুরু করে পিএসসি।