• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মক্কা কী উজ্জ্বল হয়ে আছে!

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

মহাকাশ থেকে পবিত্র কাবা ঘরের দৃশ্য ধারণ করেছেন সৌদি আরবের প্রথম নারী নভোচারী রায়ানা বারনাভি। শুক্রবার টুইটারে তিনি ভিডিওটি শেয়ার করেন।  
সৌদি আরবের ওপর দিয়ে মহাকাশ স্টেশন অতিক্রমকালে জ্বলজ্বল করতে থাকা আলোরশ্মিকে পবিত্র কাবা শরিফ উল্লেখ করে বারনাভি টুইট বার্তায় লিখেন, ‘আজকের দায়িত্ব শেষ করে আমরা মক্কা মুকাররমার ওপর দিয়ে অতিক্রম করি। তা ছিল আলোয় ঝলমল।

ভিডিও ধারণের সময় তাকে বলতে শোনা যায়, ‘সৌদি আরবকে উজ্জ্বল দেখা যাচ্ছে। এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন, পবিত্র মক্কা। দেখুন পবিত্র মসজিদুল হারাম। দেখুন, মক্কা কী উজ্জ্বল হয়ে আছে! আর এদিকে দেখুন, মদিনা। সব প্রশংসা আল্লাহর জন্য।

গত ২১ মে সৌদি আরবের প্রথম নারী নভোচারী হিসেবে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশ্যে যাত্রা শুরু করেন রায়ানা বারনাভি।

তাঁর সঙ্গে ছিলেন সৌদি আরবের আরেক নভোচারী আলি আল-কারনি। মার্কিন কমান্ডার পেগি হুইটসন ও পাইলট জন শফনারও তাদের সঙ্গে ছিলেন।