• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

হেরেম শরিফ ও মসজিদে নববী থেকে সরানো হলো থার্মাল ক্যামেরা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১  

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় দীর্ঘ ২০ মাস পর মক্কার হারাম শরিফ এবং মদিনায় মসজিদে নববী থেকে সরানো হলো থার্মাল ক্যামেরা। করোনা মহামারির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পরপরই বসানো হয় এসব থার্মাল ক্যামেরা। মুসল্লিদের শরীরের তাপমাত্রা সার্বক্ষণিক মাপার জন্য মক্কার হারাম শরিফ ও মদিনার মসজিদে নববীর মূল গেটগুলোতে বসানো হয়েছিল মেশিনগুলো।

করোনা মহামারির শুরু থেকেই কঠোর অবস্থানে ছিল সৌদি আরব। সীমান্ত বন্ধের পাশাপাশি বিদেশিদের জন্য স্থগিত রাখা হয় ওমরাহ পালনও। সংক্রমণ নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছু।

মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববীতে সামাজিক দূরত্ব তুলে নেওয়ার পর এবার মূল গেটগুলো থেকে সরিয়ে নেওয়া হলো থার্মাল স্ক্যানার মেশিন।
 
মুসল্লিদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য বসানো হয়েছিল বিশেষ প্রযুক্তি সম্পন্ন এ থার্মাল ক্যামেরা। এখন থেকে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে ঢুকতে থার্মাল ক্যামরায় তামপাত্রা পরীক্ষা করতে হবে না।

এর আগে গত সপ্তাহ থেকে সামাজিক দূরত্ব তুলে নেওয়ার পর কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করছেন মুসল্লিরা। এ ছাড়া উন্মুক্ত এলাকায় মাস্ক পরার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে।