• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

এই মডেলের ৭ হাজার প্রেমিক, সামলাচ্ছেন যে কায়দায়

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩  

প্রেম ভালোবাসাময় এই পৃথিবীতে কেউ একজন সঙ্গীর সঙ্গেই খুশি। কেউবা আবার জড়িয়ে পড়েন একাধিক সম্পর্কে। তবে সাত হাজার প্রেমিককে নিয়ে জীবন কাটানো প্রায় আকাশকুসুম কল্পনা। কিন্তু তরুণী এক মডেলের কাছে তা অবশ্য ডলভাত।
সেই তরুণী মডেলের দাবি, সত্যিই আছে তার সাত হাজার বয়ফ্রেন্ড। আর এই হাজার সাতেক প্রেমিককে তিনি সামলান সহজাত কায়দাতেই।

ব্যাপারটা অবশ্য সহজ করে দিয়েছেন পুরুষরাই। এর আগেও তরুণীর জীবনে অনেক পুরুষ এসেছেন। কিন্তু বরাবরই প্রেমিকদের নিয়ে তিনি এক বিশেষ সমস্যায় পড়েছেন। মডেলিং-এর কারণে তিনি এমনিতে বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতেও তার অজস্র অনুগামী। আর সেটাই হয়েছে কাল! যখনই কোনো প্রেমিকের সঙ্গে তিনি কোথাও গিয়েছেন, সাধারণ লোকে তাকে চিনতে পেরেছেন। এগিয়ে এসে আলাপ করেছেন। তার এই জনপ্রিয়তাই মাথাব্যথার কারণ হয়েছিল তার প্রেমিকদের ক্ষেত্রে। সৌন্দর্য আর সাফল্যের দরুন তরুণী যে জায়গায় পৌঁছেছেন তা যেন কিছুতেই সহ্য করতে পারতেন না তারা। কেউ কেউ পসেসিভ হয়ে উঠতেন। তাতেই বিগড়ে যেত সম্পর্ক।

একাধিক পুরুষসঙ্গীর ক্ষেত্রেই এই অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন তরুণী। তারপর থেকেই তিনি একটা সিদ্ধান্ত নেন। ঠিক করেন, প্রেমিক থাকবে তার জীবনে। তবে কারোর সঙ্গেই দেখা করবেন না তিনি। তাহলে এই সব ঝামেলাই থাকবে না। কিন্তু সম্পর্ক থাকবে কী করে? সম্পর্করক্ষার ব্যাপারটা তাই পুরোপুরি ভারচুয়াল করে নেন তরুণী। অর্থাৎ সাত হাজার প্রেমিকের সঙ্গেই তিনি সম্পর্ক রাখেন অনলাইনে। প্রত্যেকের খোঁজখবর নেন। তারাও খোঁজ নেন মডেলের। স্পম্পর্ক দিব্যি আছে! তবে তাতে কোনো সমস্যাও নেই।