• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৫ ১৪৩০

  • || ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

দাম্পত্য সুখ ফেরাতে স্ত্রীর জন্য প্রেমিক খুঁজছেন স্বামী

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩  

অনলাইনে স্ত্রীর জন্য প্রেমিকের খোঁজ করছেন স্বামী। অনেকে বিষয়টি শুনে অবাক হবেন। তবে এমনটাই ঘটেছে লন্ডনের দক্ষিণ হ্যাম্পটনের এক দম্পতির জীবনে।
লন্ডনের দক্ষিণ হ্যাম্পটনের বাসিন্দা সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর আলেকজান্দ্রা লে টিসিয়া জানিয়েছেন, দাম্পত্য জীবনে সুখ আনতে অনলাইনে আলেকজান্দ্রার জন্য প্রেমিকের খোঁজ করেন তার স্বামী।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়- আলেকজান্দ্রা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে বলেন, আমি দাম্পত্য জীবনে মোটেই সুখী ছিলাম না। এরপরও মিচের প্রতি আমার ভালোবাসা কমেনি। তাকে আমি কখনো ঠকাতে চাইনি। ডেটিং অ্যাপে প্রোফাইল খুলতে মিচের কাছে অনুমতি চাই আমি। অবাক হয়ে যাই যখন সে সম্মতি জানায় আমার প্রস্তাবে। শুধু অনুমতি দেওয়াই নয়, আলেকজান্দ্রার জন্য প্রেমিক খুঁজতেও শুরু করেছেন মিচ।

৩১ বছরের আলেকজান্দ্রা বলেন, আমার পছন্দ-অপছন্দের বিষয়টা ভালো বোঝে মিচ। এজন্য কার সঙ্গে ডেটে গেলে আমার ভালো লাগবে, সেই দায়িত্ব মিচের উপরেই দিয়েছি। ডেটিংয়ে যাই মজা করতে, তবে কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর ইচ্ছা আমার নেই। সাইটে আমার যদি কোনো ছেলেকে পছন্দ হয়, তাহলে মিচের সঙ্গে একবার পরামর্শ করেই ডেটে যাই আমি।

আলেকজান্দ্রা লে টিসিয়া মতে, তৃতীয় ব্যক্তিদের উপস্থিতিতে তাদের দাম্পত্য জীবনে কোনো পরিবর্তন আসেনি। বরং তাদের সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়েছে। একে অপরকে আগের মতোই ভালবাসেন। শ্রদ্ধাও করেন একে অপরকে।