• শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৪ ১৪৩০

  • || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শপিংমলে বোরকা পরে নারীদের টয়লেটে! অতঃপর...

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩  

শপিংমলে বোরকা পরে নারীদের টয়লেটে ঢোকায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ওই যুবক টয়লেটে ঢুকে গোপনে ভিডিও ধারণ করছিলেন। এ ঘটনাটি ঘটেছে ভারতের কেরালায়।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের তথ্যানুযায়ী, আইটি সেক্টরে কাজ করা ২৩ বছর বয়সী যুবক কেরালার জনপ্রিয় লুলু শপিংমলের টয়লেটে বুধবার বোরকা পরে ঢুকে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এরইমধ্যে এ যুবককে ১৪ দিনের রিমান্ড দিয়েছেন স্থানীয় একটি আদালত।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি একটি ছোট তাসের বক্সে ফোন নিয়ে প্রবেশ করেন। পরে ওই বক্সে ছোট ছিদ্র করে ভিডিও ধারণ করতে থাকেন। কিছুক্ষণ ভিডিও করার পর অভিযুক্ত টয়লেটের দরজার সামনে এসে দাঁড়ান। এসময় সন্দেহজনক আচরণ করলে শপিংমলটির নিরাপত্তায় থাকা প্রহরী পুলিশকে খবর দেন।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, ওই যুবকের কাছ থেকে বোরকা ও মোবাইল জব্দ করা হয়েছে। এ ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সেই সঙ্গে ওই যুবক এর আগেও এমন কোনো অপরাধ করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।