• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে গেলেন ভুল বিয়ের অনুষ্ঠানে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩  

বন্ধুর বিয়ে বলে কথা। তাই পথের দূরত্ব কোনো বাধা নয়। যে কোনো ভাবেই হোক বন্ধুর বিয়েতে যোগদান করতে হবে। তাই এমন চিন্তা থেকে ৪ হাজার ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে উড়ে যান স্কটল্যান্ডে। যোগদান করেন বন্ধুর বিয়ের অনুষ্ঠানে।
ওয়াশিংটন থেকে যাওয়া ওই নারীর নাম মালা। তার বন্ধুর নাম গৌরব। থাকেন স্কটল্যান্ডের গ্লাসগো শহরে। এত দূর থেকে যাওয়ার পর মালা জানতে পারেন যার বিয়েতে তিনি এসেছেন সে বন্ধু নয়।  

তবে সঙ্গে সঙ্গে মালাই ওই বিয়ের অনুষ্ঠান থেকে চলে যায়নি। বিয়ের অনুষ্ঠানের ভিডিও করা শুরু করেন তিনি। ভিডিওতে কনের ভাইকে ঠাট্টা করে বলতে শোনা যায়, আপনি যুক্তরাষ্ট্র থেকে স্কটল্যান্ডে এসেছেন ভুল বিয়েতে যোগ দেওয়ার জন্য? জবাবে হাসতে হাসতে মালা বলেন, ‘হ্যাঁ, কথা সত্য।’ এ সময় বর ও কনের সঙ্গেও দেখা করেন তিনি। পরে ছোটের নিজ বন্ধুর বিয়েতে।

মালা বলেন, তিনি যে বিয়েতে অংশ নিয়েছিলেন সেখান থেকে কিছু দূরেই তার বন্ধু গৌরবের বিয়ের আয়োজন চলছিল। শেষ পর্যন্ত গৌরবের বিয়েতে পৌঁছান মালা। তার ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানে ভারতীয় পোশাক পরে পাঞ্জাবি ও স্কটিশ গানে নাচছেন অতিথিরা।

মালা ভুল করে যে বিয়েতে অংশ নিয়েছিলেন সেই বিয়েতে বর স্টিফেন ও কনে কাইটলিনকে এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন তিনি।