• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন!

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২  

গর্তের সব ইঁদুর রাস্তায় বেরিয়ে পড়েছে! একই সময়ে খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টিনার সমর্থকদেরও। সমাজে মুখ দেখাতে পারবে না বলে তারা ইঁদুরগুলোর গর্তে ঢুকে পড়েছে। আর এতেই ইঁদুরেরা নিজ আবাসস্থলে থেকে বের হয়েছে!
মঙ্গলবার সৌদি আরবের কাছে ২-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনার পরাজয়ের পর এমন কথা বলে উপহাস করছিলেন ব্রাজিলের সমর্থকরা।

তবে আর্জেন্টিনার সমর্থকরাও ছেড়ে কথা বলেননি। তারাও বলছেন ‘আমরা দুই গোল হজম করতে পারছি না। আর তোমরা কীভাবে জার্মানির দেওয়া একে একে সাত গোল হজম করে এখনো কথা বলছো! তোমাদের দেখে সত্যিই আমাদের অনেক কষ্ট হয়!’

ফুটবল বিশ্বকাপের এই মৌসুমে অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রতিটি এলাকায় গল্প-আড্ডায় একে অন্যের প্রতি নানা কৌশলে আক্রমণাত্মক আচরণ করছেন দুই দলের সমর্থকরা।

তবে এর ব্যতিক্রম ঘটনা ঘটেছে বগুড়ার গাবতলী উপজেলায়। ওই উপজেলার সুখানপকুর এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা এক সঙ্গে আনন্দ মিছিল করেন।  দুই দলের সমর্থকদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন বাড়ানোর জন্য এ আয়োজন করা হয়। এতে প্রায় দুই শতাধিক ফুটবলপ্রেমী অংশ নেন।

বুধবার বিকেলে আর্জেন্টিনা-ব্রাজিল যৌথ ফ্যান ক্লাবের আয়োজনে আনন্দ মিছিল করা হয়। এতে অন্য দলের সমর্থকরাও অংশ নেন। এই মিছিলের উদ্যোগ নেন মো. সাহানুর ইসলাম শাকিল। তিনি সুখানপকুর এলাকার বাসিন্দা।

শাকিল বলেন, আর্জেন্টিনা-ব্রাজিল না থাকলে ফুটবলের বিশ্বকাপ টুর্নামেন্ট হত রঙবিহীন। দুই দলের একটি না থাকলে দেশে ফুটবল টুর্নামেন্টের আকর্ষণ থাকবে। আমরা চাই ফুটবলের এই বিশ্বকাপের টিকে থাকুক দুই দলই। এতে আমরা বেশিদিন খেলা উপভোগ করতে পারবো। তা না হলে আমাদের আনন্দ-উল্লাসের সমাপ্তি ঘটবে শিগগিরই।