• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

দেশের প্রথম উড়ন্ত রেস্তোরাঁ কক্সবাজারে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১  

সুগন্ধা পয়েন্টের হোটেল সী প্রিন্সেসের পাশের প্লটে চালু করা হয়েছে ‘ফ্লাই ডাইনিং’ রেস্তোরাঁ। এর পশ্চিমপাশের খালি জায়গায় বসানো হয়েছে একটি ক্রেন। এর উপর পাঠাতন দিয়ে ২০ জন ধারণ ক্ষমতার চেয়ার, টেবিল ও উপরে ছাতার মতো এক ধরণের ছাদ দিয়ে চারপাশ খোলা রাখা হয়েছে। 

এ্যালোমেনিয়াম ও স্টীলের সমন্বয়ে তৈরি বিশেষ তার ক্রেনের মাথায় লাগিয়ে রেস্তোরাঁটি সংযুক্ত করা হয়েছে। মাটিতে থাকা কিসেনে পছন্দ মতো খাবার অর্ডার করে তা যেকেউ চাইলে ‘উড়ন্ত পাঠাতনে’ পরিবেশন সুবিধা নিতে পারবেন।

আয়োজকরা জানান, ২০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন ‘ফ্লাই ডাইনিং’ রেস্তোরাঁয় মাটি থেকে সৈকতের আকাশে ১৬০ ফুট উপরে তুলে চতুর্দিক ঘুরতে ঘুরতে ক্রেতাদের খাবার পরিবেশন করার ব্যবস্থা রাখা হয়েছে। এসময় আকাশ থেকে উপভোগ করা যাবে সৈকত ও আশপাশের দৃশ্যও। 

এই রেস্তোরাঁয় জনপ্রতি খচর পড়বে সর্বনিম্ন ৪ হাজার টাকা থেকে সাড়ে ৮ হাজার টাকা (খাবারসহ)। আকাশে উড্ডয়ন এবং অবস্থান ও নেমে আসার সময়সহ প্যাকেজ এক থেকে দেড় ঘন্টার। 

রেস্তোরাঁরটির বিনোদন ও খাওয়ার ব্যবস্থাপনায় রয়েছেন দেশের বিখ্যাত রন্ধনশিল্পী টনি খান।

উদ্বোধনী দিনে আকাশে উঠে খাবার উপভোগ করা অনেকে অন্যরকম অনুভূতির কথা জানিয়েছেন। তারা বলেন, রেস্তোরাঁটির চেয়ারে বিমানের মতোই লাগান সিট বেল্টে প্রথমে নিজেকে আটকাতে হয়। পরে আকাশে যাত্রার শুরুতে একটু ভীতি কাজ করলেও উপরে উঠার পর আনন্দে সেই ভয় দূর হয়ে যায়। 

উপর থেকে পুরো সৈকতের ঢেউ, কক্সবাজারের পাহাড়, আশপাশ এবং ভবনগুলো দেখে বিমোহিত তারা। তারা জানান, বিনোদনের এই নতুন সংযোজন পর্যটন শিল্পকে আরও বিকশিত করবে।