• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

অস্কারে চড়কাণ্ড: গ্র্যামি অ্যাওয়ার্ডসে সতর্কতা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২২  

শোবিজ জগতের সবচেয়ে বড় পুরস্কার অস্কারের প্রায় এক সপ্তাহ পর বসেছে আরেকটি জমকালো অনুষ্ঠান। বিশ্ব সংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৪তম আসর বসেছে লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডের এরিনায় স্থানীয় সময় রোববার (৩ এপ্রিল) রাত ৮টায়। তবে অস্কারে উইল স্মিথ ও ক্রিস রকের অপ্রীতিকর ঘটনার পর একটু নড়েচড়েই বসেছে গ্রামি অ্যাওয়ার্ডসের কর্তৃপক্ষ।

অনুষ্ঠান শুরু হয় ট্রেভর নোয়ার হোস্টিং দিয়ে। তবে নোয়ার অস্কার থেকে উইল স্মিথের চড়ের কথা উল্লেখ করে অনুষ্ঠানের সূচনা করেন। অন্যদিকে, গ্র্যামির নির্বাহী প্রযোজক বেন উইনস্টন বলেন, স্মিথের চড়ের ঘটনা তাদের সতর্ক করেছে। তারা সাড়ে তিন ঘণ্টার একটি লাইভ শো করছেন, সেখানে যেকোনো কিছু ঘটতে পারে। যাই ঘটুক না কেন, তারা সামাল দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন। গ্র্যামি অ্যাওয়ার্ডসের এই আসরে জন বাতিস্তে সর্বোচ্চ মনোনয়ন পেয়েছেন।

আরঅ্যান্ডবি, জাজ, আমেরিকান রুটস মিউজিক, ক্লাসিক্যাল, মিউজিক ভিডিওসহ মোট ১১টি শাখায় মনোনয়ন পেয়েছেন তিনি। বাতিস্তের পরেই আছেন জাস্টিন বিবার, দোজা ক্যাট ও এইচইআর। তারা সবাই আটটি শাখায় মনোনয়ন পেয়েছেন। সাতটি শাখায় মনোনয়ন পেয়েছেন বিলি এইলিশ ও অলিভিয়া রদ্রিগো। এ ছাড়া প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন পেয়েছেন মার্কিন গায়িকা সেলেনা গোমেজ।

১৯৫৯ সালে ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেস আয়োজন করেছিল প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডস। এর পর থেকে প্রতিবছর ৪টি সাধারণ বিভাগ, বছরের সেরা নতুন শিল্পী, সেরা গান, সেরা অ্যালবাম, সেরা রেকর্ডসহ ২৫টির বেশি শাখায় এ পুরস্কার দেওয়া হয়।