• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

২০০ সঙ্গী নিয়ে ঢাকায় এ আর রহমান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ মার্চ ২০২২  

করোনার কারণে স্থগিত হওয়া ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্টটি আগামীকাল মঙ্গলবার মিরপুরে অনুষ্ঠিত হবে কনসার্টটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কনসার্টটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ কনসার্টের সেরা আকর্ষণ ভারতের বিখ্যাত গায়ক ও সুরকার অস্কার জয়ী এআর রহমান। তিনি রোববার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি উঠেছেন হোটেল সোনারগাঁওয়ে। দুইদিন সেখানেই থাকবেন। সব মিলিয়ে এই কনসার্টের জন্য দুইশ জন সঙ্গী নিয়ে ঢাকায় এসেছেন।

সোমবার মিরপুরে রিহার্সাল করবেন। পরদির হবে তার কনসার্ট। তিন ঘণ্টারও বেশি সময় পারফর্ম করবেন অস্কারে জয়ী শিল্পী।

বিসিবি জানিয়েছে, করোনার প্রকোপ কমে আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই মধ্যে টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। ২৮ ও ২৯ মার্চ সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ টিকিট পাওয়া যাবে।

রোববার রাতে কনসার্টের টিকিট মূল্য প্রকাশ করেছে বিসিবি। টিকিট মূল্য সর্বোচ্চ ১০ হাজার টাকা আর সর্বনিম্ন এক হাজার টাকা।তিন ক্যাটাগরির টিকিট বিক্রি হবে। প্রিমিয়াম গোল্ডের টিকিট মূল্য ১০ হাজার, গোল্ড পাঁচ হাজার ও ব্রোঞ্জ এক হাজার টাকা।

এআর রহমান ছাড়াও এ কনসার্টে গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও মাইলস। কনসার্টটি সরাসরি কোনো চ্যানেলে দেখাবে কিনা, সে বিষয়টি চূড়ান্ত করেনি বিসিবি ও সংশ্লিষ্টরা।