• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় অন্ধের মতো মুখস্থ করার সুযোগ নেই। এখন হাতে-কলমে শেখার দিন এসেছে। এ শিক্ষা ব্যবস্থা নিয়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।
রোববার রাজশাহীর মাদিনাতুল উলুম কামিল মাদরাসায় ‘মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা’ শীর্ষক বিভাগীয় শিক্ষক সমাবেশে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা আর ৬৩ জেলায় বোমা হামলা চাই না। আর কখনোই একদিনে ৫০০ স্থানে বোমা বিস্ফোরণ চাই না। অগ্নিসন্ত্রাস-হাওয়া ভবন চাই না। আমরা চাই সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ হোক। দেশে শান্তি ও উন্নয়ন অব্যাহত থাকুক।

এ সময় উপস্থিত ছিলেন- মাদরাসা শিক্ষা অধিদফতরের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মহাপরিচালক হাবিবুর রহমান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব কামাল হোসেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রশীদ, মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ প্রমুখ।