• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

চবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ, আবেদন শুরু ৩০ মার্চ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হবে ৩০ মার্চ, যা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। এছাড়া দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়।

এবার ইউনিট প্রতি আবেদন ফি ৮৫০ টাকা। বিকাশ ও রকেটে আবেদন ফি পরিশোধ করতে হবে। বহুনির্বাচনি পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য বরাবরের মতোই ০.২৫ নম্বর কাটা যাবে। এছাড়া দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণকারীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কেটে নেওয়া হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের বিপরীতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। সেই হিসেবে ‘এ’ ইউনিটে আসন আছে ১ হাজার ২১৪টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪২টি ও ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭টি। এছাড়া দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আসন রয়েছে ১২৫টি ও ‘ডি১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।