• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২১ অক্টোবর

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১  

করোনার মহামারির দীর্ঘ ১৮ মাস পর অবশেষে আগামী ২১ অক্টোবর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুরু হচ্ছে সশরীরে ক্লাস কার্যক্রম। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহাসিন উদ্দীন এবং সাবেক প্রক্টর ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শিক্ষার্থীদের বরণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে গত ৪ অক্টোবর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে ক্যাম্পাস। হলগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। সার্বিক দিক সশরীরে তদারকি করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

ইতোমধ্যে আবাসিক হলগুলোতে সব মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উঠেছেন। এখনও পর্যন্ত করোনায় সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। শিক্ষার্থীদের ভ্যাকসিন সংক্রান্ত নীতিমালার প্রসঙ্গে রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহাসিন উদ্দিন বলেন, ‘হলে ওঠার ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তবে, ক্লাস কার্যক্রমে ভ্যাকসিন গ্রহণ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি।’

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, সশরীরে ক্লাস কার্যক্রম কীভাবে চালানো হবে সেটি প্রতিটি বিভাগ ঠিক করে নেবেন। তবে এ বিষয়ে অফিশিয়াল নির্দেশনা এখনও বিভাগগুলোতে দেওয়া হয়নি।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ দেখা দিলে গত ২০২০ এর ১৮ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও সশরীরে শিক্ষা কার্যক্রম। সংক্রমণ কিছুটা কমে আসায় ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে।