• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বাইরেও দেশব্যাপী সাতটি বিভাগীয় শহরে প্রতিটি আসনের বিপরীতে ১১৫ জন ভর্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।

শনিবার সকাল ১১টায় শুরু হয়ে সাধারণ জ্ঞান (বহুনির্বাচনী) অংশের ৪০ নম্বরের এই পরীক্ষা চলে ৩০ মিনিট।

চারুকলা অনুষদের মোট আটটি বিভাগ রয়েছে। যাদের মোট আসন সংখ্যা ১৩৫টি। এ বছর ১৩৫টি আসনের জন্য আবেদন জমা পরেছে ১৫ হাজার ৪৯৬টি।

চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা দুটো ভাগে অনুষ্ঠিত হয়ে থাকে। সাধারণ জ্ঞান (বহুনির্বাচনী) ৪০ নম্বরের এবং ড্রয়িং (অঙ্কন) ৬০ নম্বরের। বহুনির্বাচনী অংশে নির্বাচিত মেধা তালিকায় প্রথম ১৫০০ জন পরবর্তী সময়ে ড্রয়িং (অঙ্কন) পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ৬০ নম্বরের ড্রয়িং (অঙ্কন) পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।

উল্লেখ্য, এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি ইউনিটে মোট ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পরেছে ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন। এতে করে প্রতি আসনের বিপরীতে ৪৫জন লড়ছেন।