• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে কমিটি করবে কেন্দ্রীয় ব্যাংক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

ই-কমার্স প্ল্যাটফর্মে শৃঙ্খলা বজায় রাখতে এসক্রো সার্ভিস নামের বিশেষ সেবা চালুর পর এর বাস্তবায়নে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এফবিসিসিআই ও ইক্যাবের প্রতিনিধি দলের সঙ্গে সোমবার অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, এসক্রো বাস্তবায়ন কমিটিতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব) এবং ই-কমার্স খাতের ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করা হবে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। এসময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক উপস্থিত ছিলেন।

এফবিসিসিআইয়ের সহ-সভাপতি ও ইক্যাবের সভাপতি শমী কায়সারের নেতৃত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালক এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম ‘দারাজ’র প্রধান নির্বাহী কর্মকর্তা তাসফিন আলম প্রমুখ।