• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২  

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

এ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

এদিন বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ১২৪ পয়েন্টে।  এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫১৪ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬৩১ পয়েন্টে।

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩৩টি কোম্পানির শেয়ারের।  দাম কমেছে ৭৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৫৩টির।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১১৩ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৮৬৫ পয়েন্টে অবস্থান করছে।