• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

সড়কে বদলেছে রাঙ্গামাটির দুই উপজেলার জীবনধারা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩  

সংযোগ সড়কে বদলেছে পাহাড়ি জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলার জীবনধারা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে যোগাযোগ স্থাপন হচ্ছে বাঘাইছড়ির পৌর এলাকার সঙ্গে তিনটি ইউনিয়ন। যার মধ্যে একটি হচ্ছে লংগদু উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়ন, বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়ন ও রুপকারী ইউনিয়নের কিছু অংশ।
স্থানীয়রা জানান, বাঘাইছড়ি-লংগদু সংযোগ সড়ক হওয়ায় এলাকার স্থানীয় মানুষের যোগাযোগ ব্যবস্থা হয়েছে। পাশাপাশি এখানকার সাধারণ মানুষের শিক্ষা, চিকিৎসা এবং স্থানীয় কৃষকদের কৃষিপণ্য বাজারজাত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সড়কটি।

রাঙ্গামাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্রে জানা গেছে, এই সংযোগ সড়কটি পুরোপুরি চালু হলে দুর্গম এলাকাগুলো সড়ক যোগাযোগের আওতায় আসবে।

বাঘাইছড়ির মারিশ্যা বাজার থেকে লংগদু সদর পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে ৩৮.৭৬ কিলোমিটার। মারিশ্যা বাজার থেকে দূরছড়ি বাজার পর্যন্ত এর দূরত্ব ১৩.৮ কিলোমিটার। দূরছড়ি বাজার থেকে লংগদুর করল্যাছড়ি বাজার পর্যন্ত দূরত্ব হচ্ছে ১২.৩০ কিলোমিটার। লংগদু সদর থেকে করল্যাছড়ি পর্যন্ত দূরত্ব হচ্ছে ১২.৬৬ কিলোমিটার। এর মধ্যে রাস্তাটির নতুনভাবে সংস্কার করা হয় ৬ কিলোমিটার। সংস্কারকৃত সড়কটি হচ্ছে বাঘাইছড়ির পশ্চিম লাইল্যাঘোনা-উলুছড়ির ঢেবাছড়ি পর্যন্ত। এতে রাস্তাটির সংস্কারে ব্যয় হয়েছে সাড়ে ১০ কোটি টাকা।

বাঘাইছড়ি-লংগদু সড়কের ট্রাকচালক আব্দুর রহমান বলেন, সড়কে কাজ হওয়ায় এখন খুব সহজে লংগদুর, করল্যাছড়ি ও দূরছড়ি যাওয়া আসা করতে পারবো। এখন রাস্তায় গাড়ি চালাতে সমস্যা হচ্ছে না। এতে করে যাত্রীদেরও চলাচল করতে সুবিধা হচ্ছে।

লংগদু -মারিশ্যা সড়কের স্থানীয় কৃষক অরবিন্দু চাকমা বলেন, লংগদু-বাঘাইছড়ি রাস্তাটি খারাপ থাকায় আগে শাকসবজি বাজারে নিয়ে বিক্রি করতে অনেক কষ্ট হতো। এখন দ্রুত সময়ের মধ্যে মারিশ্যা বাজারে সবজি বেচাকেনা করতে পারছি।

বাঘাইছড়ির মারিশ্যার ব্যবসায়ী আলমগীর বলেন, রাস্তাটি সংস্কার হওয়ার পূর্বে রাস্তাটি খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল। এই সড়ক দিয়ে মালামাল আনতে খুবই কষ্ট হতো। এখনতো খুব অল্প সময়ের মধ্য মালামাল নিয়ে লংগদু ও দূরছড়ি যাতায়াত করতে পারবো।

বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন বলেন, এই সড়কটি হওয়ায় বাঘাইছড়ি পৌর এলাকার সঙ্গে তিনটি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। বাঘাইছড়ি পৌর এলাকায় প্রায় সাড়ে ৬ কিলোমিটার সড়কটি নির্মাণ করেছে এলজিইডি। বাঘাইছড়ি পৌরবাসীর পক্ষ থেকে এলাজিইডির নির্বাহী প্রকৌশলীকে ধন্যবাদ জানাই।

রাঙ্গামাটি এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহমদ শফি জানান, এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক। বাঘাইছড়ির মারিশ্যা বাজার থেকে লংগদু উপজেলার সদর পর্যন্ত সংযোগ সড়ক। এ সড়কটির ৬ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হয়েছে। এটির বাজেট ছিল সাড়ে ১০ কোটি টাকা।

তিনি আরো জানান, সড়কটি হওয়ার ফলে দুর্গম এলাকাগুলো সংযোগ সড়কের আওতায় আসবে। আশপাশের যে গ্রামগুলো আছে এবং এখানকার কৃষিনির্ভর মানুষের উৎপাদিত পণ্যগুলো খুব সহজে বাজারজাত করতে পারবে।