• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

রামেক হাসপাতালে সাড়ে ৩ কোটি টাকার গাইনি ওটি চালু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩  

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৩ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত গাইনি অপারেশন থিয়েটার (ওটি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
শনিবার দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ কেক কেটে নতুন ওটির কার্যক্রমের উদ্বোধন করেন।

হাসপাতাল পরিচালক জানান, হাসপাতালটির আগের অপারেশন থিয়েটার বেশ পুরোনো। এজন্য নতুন ওটির দাবি ছিল দীর্ঘদিনের। যেখানে আধুনিক সব যন্ত্রপাতি থাকবে। তাই নতুন এ ওটি স্থাপন করা হয়েছে। এরইমধ্যে নতুন ওটির ৭০ শতাংশ যন্ত্রাংশ চলে এসেছে। শিগগিরই শতভাগ যন্ত্রাংশই চলে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামেক হাসপাতালের গাইনি ওয়ার্ডের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রোকেয়া খাতুন, অ্যাসিস্টেন্ট প্রফেসর ডা. নাহিদ সুলতানা, ডা. হোমায়রা শাহরীন শেমি, কনসালটেন্ট ডা. নূর-এ-আতিয়া লাভলি, কনসালটেন্ট ডা. মনোয়ারা বেগম প্রমুখ।

রাজশাহী গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী ২০২২ সালের ডিসেম্বরে রামেক হাসপাতালের নতুন গাইনি ওটি নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ কাজ সম্পন্ন হয় ২০২৩ সালের জুলাইয়ে।