• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

উত্তরায় মেট্রোরেলের আইকনিক স্টেশন নির্মাণ সম্পন্ন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৭ মে ২০২২  

দেশের প্রথম মেট্রোরেলের আইকনিক স্টেশন হিসেবে উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের মূল অবকাঠামোর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এই আইকনিক স্টেশনসহ তিনটি স্টেশনের এন্ট্রি-এক্সিট (প্রবেশ-বাহির) অবকাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকিগুলোর কাজ চলমান রয়েছে। সোমবার (১৬ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এসব তথ্য জানানো হয়।

ডিএমটিসিএল জানায়, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ এর ১৬টি স্টেশন রয়েছে। এর মধ্যে উত্তরা সেন্টার, বিজয় সরণি ও মতিঝিল মেট্রোরেল স্টেশন আইকনিক স্টেশন হিসেবে নির্মাণ করা হচ্ছে।

উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার ভায়াডাক্ট ও ৯টি স্টেশন নির্মাণের কাজ ২০১৭ সালের ১ আগস্ট শুরু হয়। চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত এই অংশের আইকনিক স্টেশনসহ সব স্টেশনের রুফ শিট পর্যন্ত স্থাপন সম্পন্ন হয়েছে। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশনের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড প্লাম্বিং ও আর্কিটেকচারাল কাজ চলমান আছে। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশনের মধ্যে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের এন্ট্রি-এক্সিট অবকাঠামো নির্মাণকাজ শেষ হয়েছে। এই অংশের অবশিষ্ট ৬টি স্টেশনের এন্ট্রি-এক্সিট নির্মাণকাজ চলছে।

এমআরটি লাইন-৬ এর ডিপোর অভ্যন্তরে নির্মাণের জন্য নির্ধারিত মোট ৫২টি অবকাঠামোর মধ্যে ৪৪টির নির্মাণকাজ পরিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট অবকাঠামোর নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। বর্তমান সময় পর্যন্ত ডিপোর অভ্যন্তরের পূর্ত কাজের সার্বিক অগ্রগতি ৯৮ শতাংশ।