• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

৮০০ প্যাকেট নকল সিগারেটসহ যুবক গ্রেফতার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৩  

লালমনিরহাটে ৮০০ প্যাকেট নকল সিগারেটসহ শহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়। পরে শুক্রবার (৩ নভেম্বর) তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার শহিদুল ইসলাম রংপুরের কাউনিয়া উপজেলার শিবু এলাকার লোকমান হাকিমের ছেলে।

পুলিশ জানায়, নকল সিগারেট প্রস্তুত করে লালমনিরহাট শহরের মিশন মোড়ের বিভিন্ন দোকানে সরবরাহ করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। এসময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই বিক্রেতাকে একটি বস্তাসহ আটক করে পুলিশে সোপর্দ করে। সেই বস্তা থেকে ৮০০ প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানীর কর্মকর্তা কাজী মর্তুজা রেজা বলেন, আটক যুবক আমাদের ব্যান্ডরোল নকল করে এসব সিগারেট প্রস্তুত করেছে। তাই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, এ ঘটনায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানীর কর্মকর্তা কাজী মর্তুজা রেজা বাদী হয়ে আটক শহিদুলের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়েছে।