• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

নাশকতা মামলায় জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী কারাগারে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

নাশকতার মামলায় জয়পুরহাটে জামায়াত ইসলামের সেক্রেটারিসহ জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
আদালতের সরকারি কৌসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট রাত ৩টার দিকে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের হানাইল মাদরাসা গেটের সামনে নাশকতার পরিকল্পনা করছিল জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আটজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম কিবরিয়া, জামায়াত কর্মী ওবাইদুল মোক্তাদির, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, আশরাফ আলী, আমিরুল ইসলাম ওরফে জামাল, জাকির হোসেন। এ সময় তাদের কাছ থেকে ১০টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় জয়পুরহাট সদর থানার এসআই মাসুদ রানা বাদী হয়ে ১৬ আগস্ট মামলা করেন। এরপর থেকে আসামিরা উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন নেন। রোববার জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।