• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মিরসরাইয়ে বিএনপির ৯৫ নেতাকর্মীর বিরুদ্ধে আরেক মামলা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপির ৯৫ নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এ মামলায় সংঘর্ষের দিন আটক হওয়া ৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
রোববার জোরারগঞ্জ থানায় মামলাটি করেন হামলায় আহত মেহেদুল আলম ভূঁইয়া। মামলায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনকে প্রধান আসামি করা হয়েছে।

এর আগে, ৩০ সেপ্টেম্বর বিএনপির নেতাকর্মীদের হামলায় নিহত কিশোর রায়হান হোসেন রুমনের মা খালেদা আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ঐ মামলাতেও প্রধান আসামি করা হয় নুরুল আমিনকে। এছাড়া ১৫ জনের নাম উল্লেখসহ বিএনপির ৮৫ নেতাকর্মীকে আসামি করা হয়।

গত ২৯ সেপ্টেম্বর মিরসরাই উপজেলার আজমপুর বাজারে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একজন নিহত ও অন্তত ২০ জন আহত হন।

জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন বলেন, হামলার দিন আটক হওয়া ৪ বিএনপি নেতাকর্মীকে দ্বিতীয় মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।