• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

ফেল করানোর ভয় দেখিয়ে ছাত্রীদের ‘যৌন হয়রানি’, দপ্তরি আটক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

যশোরের শার্শায় সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফেল করানোর ভয় দেখিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে দপ্তরি কাম নৈশ প্রহরী সাইফুল ইসলাম সুমনকে আটক করেছে পুলিশ। রোববার (১ অক্টোবর) দুপুরে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ অভিযুক্ত সাইফুলকে আটক করে। এর আগে সাড়াতলা বাজারে অভিযুক্ত দপ্তরির শাস্তির দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেন ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

এদিকে মানববন্ধন চালাকালে উপস্থিত হন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি নুর মোহাম্মাদ ও ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুলসহ স্থানীয় ফাঁড়ির পুলিশ।

মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন, সাড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকাম নৈশ প্রহরী সাইফুল ইসলাম সুমন দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানি ও শ্লীলতাহানীর চেষ্টা করে আসছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম তার আপন ছোট ভাই সাইফুল ইসলাম সুমনকে আউটসোর্সিংয়ের মাধ্যমে দপ্তরি কাম প্রহরী পদে নিয়োগ দেন। নিয়োগের পর থেকে সে কাউকে তোয়াক্কা না করে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীদের স্পর্শকাতর জায়গায় হাত দেয়াসহ অশালীন কথা বলত।

অভিভাবকরা জানান, গত ১৮ সেপ্টম্বর সুমনের যৌন হয়রানি ও শ্লীলতাহানির বিষয়টি এক ছাত্রী তার বাবাকে জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে। এরপর একে একে ১২ জন অভিভাবক লিখিতভাবে প্রধান শিক্ষক ও সভাপতিকে অভিযোগ জানানোর পরও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় অভিভাবক ও এলাকাবাসী ফুঁসে ওঠে। অভিভাবকদের অভিযোগে দপ্তরি সাইফুল ইসলাম সুমনকে গোড়পাড়া ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) সালাউদ্দিন রোববার দুপুরে আটক করে।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। অভিযুক্ত সুমনের বিরুদ্ধে যথাযথ আইনি ব‍্যবস্থা নেয়া হবে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আকিকুল ইসলাম বলেন, অভিযুক্ত সুমনকে আটক করা হয়েছে। তদন্ত করে এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা গ্রহণ করা হবে।