• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

কুড়িগ্রামে বিএনপির ৪০ নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার ১

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় হামলার ঘটনায় বিএনপির ৪০ নেতাকর্মীর নামে ও অজ্ঞাত আরো ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঐ মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন টুকুকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ। এর আগে, শনিবার রাতেই ফুলবাড়ী থানায় মামলাটি করেন উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জনাব আলী।

জানা যায়, শনিবার বিকেলে সদরের তিনকোনা মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা করেন বিএনপির নেতাকর্মীরা। এতে ২০ জন আহত হন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, ঐ মামলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন টুকুকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।