• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর মেয়র হানিফের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের নীতিগত অনুমোদন

ফতুল্লায় বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার অভিযোগে বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার দুপুরে মামলাটি করেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক।
মামলায় ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জাহিদ হাসান রোজেল, তুষার আহমেদ মিঠু, ছাত্রদল নেতা মেহেদী হাসান দোলন, হাজী শহিদুল্লা, কাউন্সিলর ইকবাল হোসেনসহ ৩৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

জানা যায়, শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে আসামিরা মশাল, লোহার রড, হকিস্টিক, চাপাতি, ককটেলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় তারা টায়ারে আগুন ধরিয়ে মশাল মিছিল করে এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এছাড়া বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক বাদী হয়ে বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা করেন।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম মিয়া বলেন, বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।