• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি নিউজউইকে নিবন্ধে প্রধানমন্ত্রী প্রথমবার যাত্রী নিয়ে পর্যটন নগরীতে পৌঁছাল ‘কক্সবাজার এক্সপ্রেস’ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

অস্ত্র ও গুলিসহ ‘রক্তচোষা’ জনি গ্রেফতার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩  

মোহাম্মদপুর থানাধীন তুরাগ নদী সংলগ্ন একতা হাউজিং এলাকা থেকে এক চিহ্নিত ছিনতাইকারী, তালিকাভুক্ত সন্ত্রাসী ও আগ্নেয়াস্ত্রধারীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। গ্রেফতার ওই ব্যক্তির নাম মো. মনির হোসেন ওরফে মো. জনি মিয়া ওরফে রক্তচোষা জনি। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেজগাঁওয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার এইচ এম আজিমুল হক।

তিনি বলেন, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ ছিনতাইকারী, তালিকাভুক্ত সন্ত্রাসী ও আগ্নেয়াস্ত্রধারী মো. মনির হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারকালীন তার হেফাজত থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

মনির দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান, চন্দ্রিমা মডেল টাউন, একতা হাউজিং, নবীনগর হাউজিং ও বসিলা এলাকায় এবং আদাবর থানা এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মারামারি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।

আজিমুল হক বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় ১৪ টি মামলা রয়েছে।