• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

পাসপোর্ট দালাল চক্রের ১১ সদস্য আটক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ১১ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় পাসপোর্ট দালাল চক্রের সদস্যদের কাছ থেকে ৩ লাখ ১৯ হাজার ৫০০ টাকা, ১৪টি পাসপোর্ট, ২০৪টি পাসপোর্ট ডেলিভারি রিসিট জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান ।

আটককৃতরা হলেন- পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য মো. সিরাজ উদ্দিন, আসাদুজ্জামান, মো. আব্দুর রহিম, মো. মোসলেহ উদ্দিন, মো. জুয়েল রানা, মাঈন উদ্দিন, মো. মহিন উদ্দিন, মো.হারুন-অর-রশিদ, গাজী আনোয়ার আহম্মেদ হৃদয়, মো. মাহবুবুর রহমান ও আজিজুল হাকিম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিনব্যাপী জেলার বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের ১১ সদস্যকে আটক করা হয়। আটকরা নোয়াখালী জেলার পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে জনসাধারণের কাছ থেকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।  

এছাড়াও নোয়াখালী জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের আশপাশ এলাকায় সিন্ডিকেট তৈরি করে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের সিন্ডিকেটের মাধ্যম ছাড়া জনসাধারণকে পাসপোর্ট করতে বিভিন্ন  বাধার সম্মুখীন হতে হয়। পরে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।