• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

জালনোট তৈরি চক্রের মূলহোতা গ্রেফতার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩  

ঢাকা জেলার আশুলিয়া থানার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ৮৭ টি এক হাজার টাকা মূল্যমানের জালনোটসহ মোফাজ্জল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মোফাজ্জল হোসেন জালনোট তৈরি চক্রের মূলহোতা বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ঢাকা জেলার আশুলিয়া থানার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে জালনোট তৈরি চক্রের মূলহোতা মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৮৭ টি এক হাজার টাকা মূল্যমানের জালনোট জব্দ করা হয়েছে।

তিনি বলেন, মোফাজ্জল একটি সংঘবদ্ধ জালনোট তৈরি চক্রের মূলহোতা। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন মূল্যমানের টাকার জালনোট প্রস্তুত করে সাধারণ মানুষ ও বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে লেনদেনের মাধ্যমে প্রতারণা করে আসছে বলে স্বীকার করেছে।

গ্রেফতার মোফাজ্জলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।