• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

গাজীপুরে শিবিরের ২০ নেতাকর্মী গ্রেফতার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৩  

গাজীপুরে ককটেল, লাঠিসোঁটা, সংগঠনের চাঁদা আদায়ের রশিদসহ শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
 গোপন সংবাদের ভিত্তিতে বাসান থানার ভোগড়া রিয়াদ ডিজিটাল ডায়াগনস্টিকের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে তাদের গ্রেফতারের  বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) আলমগীর হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন- মেহেদী হাসান,  আমিরুল ইসলাম আফনান,  মো. জায়েদ, মো. মেহেদী হাসান, মো.  মোবাশ্বির ইমাম, মো. রাজু খান, মুজাহীদ হাসান, মো. খালেদ বীন হোসাইন, মো. মেহেদী হাসান, মো. জিন্নাহ, মো. জোবায়ের হোসেন,  রাইসুল ইসলাম মেহেদী, মো. সাদেকুল ইসলাম, মো.  আতাউল্লাহ আফফান, মো. ইয়াসিন আরাফাত, মো. তাওহীদ, মো. রকিব, মো. নাঈম, মো. আলী আজগর, মো. মজিবুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উপ-কমিশনার (মিডিয়া) আলমগীর হোসেন বলেন, সোমবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, সরকার পতনের উদ্দেশে বাসন থানার ভোগড়া বাসন সড়ক রিয়াদ ডিজিটাল ডায়াগনস্টিকেতর সামনে লাঠিসোঁটা এবং ইট নিক্ষেপ করে মহাসড়কে চলাচলারত গাড়ি ভাংচুর করছে ও ককটেল ফেলে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। পরে ঘটনাস্থলে গিয়ে ২০ জন শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।