• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

কামরাঙ্গীরচরে কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  

রাজধানীর কামরাঙ্গীরচরে কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কর্তন করেছেন এক গৃহবধূ। সোমবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

আহত মো. সাইফুল্লাহর (৩৫) বন্ধু জাবেদ জানান, সাইফুল্লাহ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার বাবা আব্দুল আউয়ালও একই প্রতিষ্ঠানে চাকরি করেন। স্ত্রীর ফাতেমা আক্তারের (২৬) সঙ্গে দীর্ঘদিন ধরে তার পারিবারিক কলহ চলে আসছে। তারই জের ধরে আজ তাকে চেতনানাশক কিছু খাইয়ে তার গোপনাঙ্গ কেটে দেন ফাতেমা।

তিনি জানান, ঘটনার পর ফাতেমা তার শ্বশুর আবদুল্লাহ আওয়ালকে ফোন করে বলেন, ‘আপনার ছেলেকে বাসায় অচেতন অবস্থায় তালাবদ্ধ করে রেখে এসেছি। তাকে গিয়ে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যান।’

এর কিছুক্ষণ পর আবার ফোন করে বলেন, ‘আমি তার গোপনাঙ্গ কেটে দিয়েছি এবং তাকে ঘরে তালাদ্ধ করে রেখে এসেছি। আমার তিন ছেলে-মেয়েকে নিয়ে এসেছি। আপনি এসে আপনার সন্তানকে বাঁচান।’

জাবেদ আরও জানান, পরে তিনি ও সাইফুল্লাহর বাবা দ্রুত কামরাঙ্গীরচর ছাতা মসজিদ রোড এলাকার শাজাহান ভিলার চতুর্থ তলায় সাইফল্লাহর বাসা যান। এরপর থানায় খবর দিলে পুলিশের সহযোগিতায় ঘরের তালা ভেঙে তাকে উদ্ধার করে ঢামেকে আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাযর পর থেকে সাইফল্লাহর স্ত্রী পলাতক।